হোম > ছাপা সংস্করণ

গরমে অতিষ্ঠ জনজীবন

শাহীন রহমান, পাবনা

বৈরী আবহাওয়ার কবলে পড়েছে নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চল। গত এক সপ্তাহ থেকে কাঠ ফাটা রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন।

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলায় গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গত এক সপ্তাহের গড় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোরে এ অঞ্চলে যে কুয়াশা দেখা যায়, তা মূলত কুয়াশা নয়, এটি হলো জলীয় বাষ্প কণা।

শহরের অটোচালক আজগার আলী জানান, আশ্বিনের শীত কার্তিক মাসেও নেই। গত চার-পাঁচ দিন থেকে চৈত্র মাসের মতো সূর্য ফুলকি ছড়াচ্ছে। প্রখর রোদের কারণে দুপুরে অটো চালানো সম্ভব হয় না। গরমে পিপাসা নিবারণে ঘন ঘন পানি খেতে হচ্ছে।

শরবত বিক্রেতা রমজান আলী জানান, গরমের কারণে এখনো বৈশাখ-জ্যৈষ্ঠ মাসের মতো শরবত বিক্রি হচ্ছে। বিভিন্ন ফল দিয়ে তৈরি শরবত ও আখের রস সবচেয়ে বেশি বিক্রি বলে জানান তিনি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, চলতি মৌসুমে অন্য বছরের চেয়ে গরমের তীব্রতা বেশি। তবে দু-এক দিন এমন আবহাওয়া বিরাজ করার পর তাপমাত্রার পারদ নিচের দিকে নামতে থাকবে। এর মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অমল কুমার রায় আজকের পত্রিকাকে জানান, আবহাওয়া পরিবর্তনের এ সময়ে ঠান্ডা পানি মিশ্রিত শরবত পরিহার করাই উত্তম। শ্রমজীবীরা খাবার স্যালাইন খেয়ে তৃষ্ণা নিবারণ করার পরামর্শ দেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ