আমন ধান কাটার পর ৫০ শতক জমিতে সরিষা চাষ করেন চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ (সাহাপাড়া) এলাকার রিপন দাশ। ইতিমধ্যেই সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে তাঁর খেত। ভালো ফলনের আশা করছেন তিনি।
কথা হয় রিপন দাশের সঙ্গে। তিনি বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা উৎসাহে গত বছর ৩০ শতক জমিতে সরিষার আবাদ করেছিলেন। বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পেয়েছিলেন। ভালো লাভ হয়েছিল। তাই এবার তিনি ৫০ শতক জমিতে সরিষার আবাদ করেছেন। এবারও বিচসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার তাঁর বেশ লাভ হবে।
একই এলাকার কৃষক অরুন কান্তি দাশ বলেন, গত বছর রিপনের সরিষার ভালো ফলন হওয়ায় এবার তিনি ২০ শতক জমিতে এ চাষ করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বীজসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন। সরিষা চাষে তেমন খরচ হয় না বললেই চলে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার সীতাকুণ্ড প্রায় ৩৩ হেক্টর জমিতে উন্নত জাতের সরিষার আবাদ করেছেন দুই শতাধিক কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিব উল্লাহ বলেন, গত বছরের তুলনায় এ বছর সরিষার চাষ বৃদ্ধি পেয়েছে। গত বছর উপজেলায় ২৯ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এবার ৪ হেক্টর বেড়ে ৩৩ হেক্টর জমিতে চাষ হয়েছে। কৃষকদের সরিষা চাষে অনুপ্রাণিত করতে বিভিন্ন সহযোগিতা করা হয়। কম খরচে দ্বিগুণ ফলন পাওয়ায় কৃষকেরা ধীরে ধীরে সরিষা চাষে আগ্রহী হচ্ছেন।