হোম > ছাপা সংস্করণ

জলাবদ্ধ ৩০০ বিঘা জমি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের লস্করডাঙ্গায় স্লুইচ গেট না থাকায় বছরের ১১ মাস জলাবদ্ধ থাকে ৩০০ বিঘা ফসলি জমি।

এতে ২০০ কৃষক চাষাবাদ করতে পারছেন না তাঁদের জমি। আবার যেটুকু জমিতে চাষাবাদ হয় সেই উৎপাদিত ফসলও নষ্ট হয়ে যায় জোয়ারের পানিতে। তাই সারা বছরই অর্থাভাবে দিনাতিপাত করতে হয় লস্করডাঙ্গা গ্রামের কৃষকদের।

কৃষকদের দাবি, এসব জমির পাশ দিয়ে প্রবাহিত খালে স্লুইচ গেট নির্মিত হলে কৃষকের ফসল রক্ষা পাবে। সেই সঙ্গে সারা বছর বিভিন্ন ফসলের আবাদ করে তাঁরা নিজেদের সুদিন ফেরাতে পারবেন।

টুঙ্গিপাড়া উপজেলার লস্করডাঙ্গা গ্রামের কৃষক হারেস ফকির, মিরাজ লস্কর, বেলায়েত হোসেন, হাসান গাজীসহ আরও অনেকে বলেন, ‘লস্করডাঙ্গায় প্রায় ১ হাজার বিঘা আছে। এর মধ্যে ৩০০ বিঘা জমি ১১ মাস জলাবদ্ধ থাকে। জোয়ারের পানি ও লবণ পানি ওঠে এসব জমিতে। আবার ধান কাটার সময় কোমর সমান পানি থাকে। তখন আমাদের দুর্ভোগ বেড়ে যায়।’

‘আমরা মাঝে মাঝে মাটি দিয়ে অস্থায়ী বাঁধ তৈরি করি। কিন্তু জোয়ারের চাপে সেসব বাঁধ ভেঙে যায়। বছরের ১০ থেকে ১১ মাস পানিবন্দী হয়ে থাকে ৩০০ বিঘা জমি। লস্কর ডাঙ্গার পাশে প্রবাহিত খালের সঙ্গে বর্নি বাঁওড়ের সংযোগ রয়েছে। এ কারণে শীত মৌসুমে জোয়ারের পানি জমিতে চলে আসে।’

এই কৃষক আরও বলেন, ‘এ ছাড়া মার্চ-এপ্রিলের দিকে লবণাক্ত পানি জমিতে ঢুকলে ফসল নষ্ট হয়। এতে আমাদের ব্যাপক ক্ষতি হয়। তাই এ খালে একটি স্লুইচ গেট করে দিলে আমাদের এ সমস্যা নিরসন হবে। ধানসহ অন্যান্য ফসল উৎপাদন করে আমরা ভালো থাকতে পারব।’

কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন গাজী বলেন, ‘একটি স্লুইচ গেটের অভাবে কৃষকের চাষাবাদ ব্যাহত হচ্ছে। প্রতিবছর অন্তত ১ হাজার মণ ধান পানিতে ডুবে নষ্ট হয়। এতে কৃষকের অভাব অনটন লেগেই রয়েছে। এখানে একটি স্লুইচ গেট নির্মাণ করে জোয়ারের লবণ পানি প্রবেশ বন্ধ করতে হবে। তাই পানি উন্নয়ন বোর্ডের কাছে স্লুইচ গেট নির্মাণের দাবি জানাই।’

টুঙ্গিপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকাবাসী স্লুইচ গেটের দাবি করছেন। সরেজমিনে সুইচ গেট নির্মাণের সম্ভাব্যতা যাচাই করব। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়ে আমি এটি বাস্তবায়নের চেষ্টা করব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ