হোম > ছাপা সংস্করণ

এবিএম মূসা

সম্পাদকীয়

এবিএম মূসা একাধারে সাংবাদিক, সম্পাদক ও কলামিস্ট ছিলেন। তিনি ফেনীর ছাগলনাইয়ার ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে ‘দৈনিক ইনসাফ’-এর মাধ্যমে তাঁর সাংবাদিকতার জীবন শুরু হয়।

এরপর তিনি ‘দৈনিক পাকিস্তান অবজারভার’-এ যোগ দেন। এখানে তিনি রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার, বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে পাকিস্তান সরকার পত্রিকাটি বন্ধ করে দিলে তিনি ‘দৈনিক সংবাদ’-এ যোগ দেন। আবার ১৯৫৪ সালে তিনি অবজারভারে ফিরে আসেন। ১৯৭১ সালে যুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমস প্রভৃতি পত্রিকার সংবাদদাতা হিসেবে রণাঙ্গন থেকে তিনি সংবাদ পাঠাতেন। স্বাধীনতার পর তিনি বিটিভির মহাব্যবস্থাপক, মর্নিং নিউজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বঙ্গবন্ধুর প্রিয়ভাজন যে কয়েকজন সাংবাদিক ছিলেন, তার মধ্যে এবিএম মূসা ছিলেন অন্যতম। বঙ্গবন্ধুর সঙ্গে ছিল তাঁর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনীত হয়ে প্রথম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ফেনীর একটি আসন থেকে। তবে তিনি বেশি দিন রাজনীতিতে সক্রিয় থাকেননি। তিনি আবারও সাংবাদিকতায় ফিরে আসেন এবং কলাম লেখা শুরু করেন।

১৯৭৮ সালে তিনি ব্যাংককে জাতিসংঘের পরিবেশ কার্যক্রমের এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক হয়েছিলেন। দেশে ফিরে এসে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি কিছুদিন দৈনিক যুগান্তরের সম্পাদকের দায়িত্ব পালন করেন। এবিএম মূসা জাতীয় প্রেসক্লাবের চারবার সভাপতি এবং তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

অবসরের সময়টাতে তিনি টেলিভিশনের টক শোতে গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সরকার ও সরকারি দলের কর্মকাণ্ডের সমালোচনার জন্য তাঁকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়। আমাদের দেশের এ আদর্শবান সাংবাদিক ২০১৪ সালের ৯ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ