ওমানপ্রবাসী মাহবুব হোসেন মোবাইল ফোন সম্পর্কে ভালো ধারণা রাখেন। এ কারণে প্রতিবেশী সাদ্দাম হোসেন তাঁর কাছে একটি মোবাইল নিয়ে আসেন সেটিংস পরিবর্তনের জন্য। কিন্তু মোবাইল ফোনটি চোরাই মনে করে এর সেটিংস পরিবর্তনে রাজি হচ্ছিলেন না মাহবুব। এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে হত্যা করেন সাদ্দাম হোসেন।
গত সোমবার রাতে প্রবাসী মাহবুব হোসেন হত্যাকাণ্ডের প্রধান আসামি সাদ্দাম হোসেনকে চট্টগ্রামের হাটহাজারী থানার চারতি নোয়াহাট এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। পরে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
সাদ্দাম এবং মাহবুব দুজনই নোয়াখালীর সোনাইমুড়ীর মেরীপাড়া গ্রামের বাসিন্দা। গত ২৮ নভেম্বর সকালে একই গ্রামের ধন্যপুরে ফোনে ডেকে নিয়ে মাহবুবকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকারী সাদ্দাম পেশায় একজন কাঠুরে।
বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, হত্যাকাণ্ডের বেশ কয়েক দিন আগে সাদ্দাম একটি মোবাইল ফোন নিয়ে মাহবুবের কাছে আসেন। তিনি ফোনটির সেটিংস পরিবর্তন করে দিতে বলেন। কিন্তু মাহবুব এটাকে চোরাই মোবাইল ধারণা করে সেটিংস পরিবর্তনে অনীহা প্রকাশ করেন।