বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরিয়ান জাকির হোসেন (৫০)। ইচ্ছা ছিল ছেলে রাকিবুল ইসলাম শিবলীকে ইঞ্জিনিয়ার বানাবেন। ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিও করে দিয়েছেন। ছোট মেয়ে রিসতি সাবরিনা জুমা গোহাইল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ইচ্ছা ছিল তাকেও উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন।
কিন্তু গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোহাইল স্ট্যান্ডে সড়ক পার হওয়ার সময় গরুবোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন জাকির হোসেন। ওই ট্রাকটি বগুড়া নন্দীগ্রাম কুন্দইল হাইওয়ে পুলিশ আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। গতকাল রোববার বেলা ২টায় উপজেলার আগরা গ্রামে নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
জানতে চাইলে ছেলে রাকিবুল ইসলাম শিবলী (২২) বলেন, পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি ছিলেন তাঁর বাবা। ট্রাকের ধাক্কা শুধু তাঁর বাবার জীবনটাই কেড়ে নেয়নি। পরিবারের স্বপ্ন ভেঙে এবং আগামী দিনগুলো দুঃসহ করে দিয়েছে। তাঁদের মাথার ওপর থেকে ছাতাটা সরে গেছে। কীভাবে সংসার চলবে তাঁদের জানা নেই।
রাকিবুল ইসলাম শিবলী আরও বলেন, ‘বাবার ইচ্ছা ছিল বড় ইঞ্জিনিয়ার হব। সে জন্য ঢাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই। তবে বাবা ছাড়া কীভাবে লেখাপড়া চালিয়ে যাব? এখন কীভাবে কী হবে, আমি জানি না।’
জানাজায় অংশ নেওয়া উপজেলার গোহাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু বলেন, ‘জাকির হোসেন এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অবর্তমানে পরিবার দেখা শোনার লোক নেই।’