নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্বক এ চুলের যত্নে আমি নারকেল তেল ব্যবহার করি। এই তেল সব ধরনের ত্বকের জন্য কতটা উপযোগী তা জানি না, তবে আমার জন্য এটি জাদুর মতো কাজ করে। ত্বক স্ক্র্যাব করার জন্য আমি বেকিং সোডা ও নারকেল তেল মিশিয়ে ব্যবহার করি। শ্রুতি হাসান, অভিনেত্রী, ভারত
সূত্র: টাইমস নাও নিউজ