হোম > ছাপা সংস্করণ

বীর নিবাস পাবেন যাঁরা কাজ নিয়ে অসন্তুষ্ট তাঁরা

হৃদয় হোসেন মুন্না, বেতাগী (বরগুনা)

বরগুনার বেতাগী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।

বেতাগী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বেতাগী উপজেলার ৯ জন অসহায় দরিদ্র বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ‘বীর নিবাস’ নির্মাণের জন্য ১ কোটি ২৬ লাখ ৯৩ হাজার ৪৩৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। যার প্রতিটি ঘরে ব্যয় ধরা হয় ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা।

জানা গেছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মেসার্স নাসির আহমেদ ঠিকাদার নির্বাচিত হয়। পরে বেতাগী উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাসির এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার তরিকুল ইসলাম নাসির কাজটি কিনে নেন। কাজের কার্যাদেশ পাওয়ার পর ২০২১ সালের ৪ নভেম্বর তিনি ‘বীর নিবাস’ ঘরের নির্মাণকাজ শুরু করেন। কিন্তু ঠিকাদার শুরু থেকেই শিডিউল মোতাবেক কাজ না করে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করে কাজ করছেন এবং পরিমাণমতো সিমেন্ট ও লোহার রড দিচ্ছেন না বলে অভিযোগ ‘বীর নিবাসে’ ঘর পাওয়া একাধিক মুক্তিযোদ্ধা পরিবারের।

‘বীর নিবাস’ পাওয়া বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম ফারুক শিকদার অভিযোগ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আমরা খুশি। কিন্তু আমার বাড়ি নির্মাণকাজে নিম্নমানের ইট, খোয়া, বালু ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এসব নিম্নমানের সামগ্রী ব্যবহারে বারবার নিষেধ করা হলেও ঠিকাদার কিছুতেই কর্ণপাত করছেন না।’

সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দীনের ছেলে বেলাল সিকদার বলেন, ‘ঠিকাদার নাসির ঘর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করছেন। এর ফলে কয়েক দিন আগে হঠাৎ করে ঘরের ভেতরের দেয়ালের একটি অংশ ধসে পড়ে।’

এ বিষয়ে ঠিকাদার তরিকুল ইসলাম নাসির বলেন, আমি সরকারি শিডিউল অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। কাজও শেষ পর্যায়ে। কাজে সামান্য ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। তবে অনিয়মের যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়।

এ বিষয় বেতাগী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জি এম ওয়ালিউল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধা ফারুক সিকদারের অভিযোগের পর ঠিকাদারকে ওই ঘরের ইট পরিবর্তন করে লাগাতে বলা হয়েছে। ঠিকাদার সঠিকভাবে কাজ না করলে তা বন্ধ করে দেওয়া হবে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ নির্মাণে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। ‘বীর নিবাস’ নির্মাণে একটি ঘরে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে ঠিকাদারকে ডেকে প্রাক্কলন অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ