গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে আগুনে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে। গতকাল শনিবার ভোর রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপাড়া গ্রামের দলা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল শনিবার ভোর রাতে গ্রামের দলা মিয়ার বাড়িতে আগুন লাগে। প্রতিবেশীরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের বিষয় নিশ্চিত করেছেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলা উদ্দিন।