ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম হায়দার আলী শাহ্ এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাজান আলী সরকার পুতু। সভার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়।
সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি বীরমুক্তিযাদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার।