সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে মাছ ধরতে যাওয়া চারটি ট্রলার ডুবে গেছে। গত সোমবার গভীর রাতে শিবসা নদীতে ট্রলারগুলো ডুবে যায়। এতে রুহুল খান (৫৫) নামের একজন নিহত হয়েছেন।
ট্রলারে থাকা সবাই সাঁতরে এবং বিভিন্ন মাছ ধরার ট্রলারে উঠে জীবন বাঁচিয়েছেন। তবে রুহুল খান ট্রলার থেকে বের হতে পারেননি।
ডুবে যাওয়া ট্রলারগুলোর একটির মালিক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালিয়ারখাল এলাকার নিহত রুহুল খান, একটি মালিক একই এলাকার জসিম জমাদ্দার। বাকি দুটি ট্রলার সম্পর্কে জানা যায়নি।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন বলেন, শরণখোলা অঞ্চলের তিন শতাধিক ফিশিংবোট সুন্দরবনের দুবলা, হিরণ পয়েন্ট, কচিখালী, পক্ষিদিয়ার চরসহ উপকূলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন।