সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের এক কর্মীর বাড়িতে হামলার ঘটনায় হওয়া মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজাপুর ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের ভাই আল মাহমুদ ও ভাতিজা জুয়েল হাসান। এর আগে, গত রোববার রাতে রাজাপুর গ্রামে আওয়ামী লীগ কর্মী আব্দুল মজিদের বাড়িতে হামলার ওই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল মজিদ জানান, গত রোববার রাতে ২০-২৫ জন লাঠি, রামদা, অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। আলমারি থেকে নগদ ১০ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণের গয়না লুট করে নিয়ে যায়। হামলাকারীরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের কর্মী-সমর্থক বলে দাবি করেন তিনি।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সহিংসতা ও বাড়ি ভাঙচুর মামলায় আল মাহমুদ ও জুয়েল হাসান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’