হোম > ছাপা সংস্করণ

শ্যামনগরে ৩ বছরের শিশু ধর্ষণের শিকার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

কতবেল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আল আমিন (৩৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার ইউনিয়নে। ওই রাতেই শিশুটিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর দাদি বাদী হয়ে আল আমিন ও তাঁর পিতা মঈন উদ্দীনের বিরুদ্ধে গত মঙ্গলবার শ্যামনগর থানায় মামলা করেছেন। একাধিক বিয়ে করা ওই ব্যক্তি ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন।

শিশুর দাদি জানান, ঘটনার আগে তাঁর সাড়ে তিন বছরের নাতি বাড়ির সামনে খেলছিল। এ সময় আল আমিন তাকে কতবেল দেওয়ার লোভ দেখিয়ে পাশের টয়লেটের মধ্যে নিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে। এ সময় জানতে চাইলে সে পুরো ঘটনা খুলে বলে। একপর্যায়ে তার অবস্থার অবনতি হলে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় তাকে শ্যামনগর হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন সুন্দরবনে মাছ ও কাঁকড়া শিকারের সঙ্গে জড়িত। ইতিপূর্বে নানা অপকর্ম করেও সে ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে। তাঁর অপকর্মের বিষয়ে পরিবারের সদস্যদের অবহিত করা সত্ত্বেও কখনো তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বিপ্লব কুমার দে জানান, শিশুটির শারীরিক অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে। তবে সে এখনো প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, গত মঙ্গলবার মামলা করার পর থেকে অভিযুক্তকে গ্রেপ্তা­রে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ