চাঁপাইনবাবগঞ্জে বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি তুলা তৈরির কারখানা। গত মঙ্গলবার দিবাগত রাতে ওই কারখানায় আগুন লাগে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয় তা জানাতে পারিনি ফায়ার সার্ভিস।
জানা গেছে, বিসিক শিল্পনগরী নয়াগোলায় আলমগীর ওয়েস্ট কটন নামে তুলার একটি কারখানায় গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আগুন লাগে। প্রথমে কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি তাঁরা। পরে কারখানা কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানা মালিক জানান, আগুনে দুটি ইলেকট্রিক মোটর, মেশিনসহ কিছু মালামাল পুড়ে গেছে। তবে মূল গোডাউনে আগুন লাগেনি। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দীন বলেন, ‘বিসিক শিল্পনগরীতে তুলার কারখানার আগুন রাতেই নিয়ন্ত্রণে আনা হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কারখানায় কীভাবে আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত করে জানা যাবে।’