হোম > ছাপা সংস্করণ

নবম শ্রেণির ছাত্রকে বেদম বেত্রাঘাত

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছার দিগদানা খোশালনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র হাসিবুর রহমানকে বেদম বেত্রাঘাতের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ঘটা এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার নির্যাতনের শিকার ছাত্রের বাবা আজিজুর রহমান জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় আমার ছেলের কাছে থাকা মোবাইল ফোনটি শিক্ষকেরা কেড়ে নেন। এতে ছাত্র-শিক্ষকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান, অমল কুমার বিশ্বাস ও জাহাঙ্গীর হোসেন ওকে ব্যাপক মারধর করেন। অনুষ্ঠান শেষে হাসিবুর মোবাইল ফোন চাইলে আবারও আমার ছেলেকে মারধর করা হয়। একপর্যায়ে মারপিটে যোগ দেন পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইন্দ্রজিৎ কুমার।’

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, ‘এসব শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগ রয়েছে।’

অভিযুক্ত শিক্ষক কামরুজ্জামান ও অমল কুমার বিশ্বাস নিজেদের ভুল স্বীকার করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখনো আমার কাছে আসেনি। এলে তদন্ত করে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ