হোম > ছাপা সংস্করণ

মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল মূর্তি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে একটি পাথরের মূর্তি। রাজ দীঘির পাড় বাজারে ঈদগাহের বাউন্ডারির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এটি পাওয়া যায়।

বৃহস্পতিবার দুপুরে পারভেস মিয়া দুরুদ নামে এক রাজমিস্ত্রি কাজ করার সময় এই পাথরের মূর্তি দেখতে পান। পরে স্থানীয় জুয়েল আহমদের সহযোগিতায় পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এটি হস্তান্তর করা হয়।

জানা গেছে, এই জায়গায় প্রাচীনকালে সনাতন ধর্মাবলম্বীরা বাস করতেন। চার-পাঁচ বছর আগে এ রকম আরেকটি মূর্তি পাওয়া যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওফিক আহমদ বাবু বলেন, ‘রাজদীঘির পাড় ঈদগার মাটি খননের সময় ওই মূর্তি পাওয়া গেলে স্থানীয়রা আমাকে জানান। পরে আমি মূর্তি উদ্ধার করে ইউনিয়ন অফিসে নিয়ে আসি।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশেকুল হক বলেন, ‘স্থানীয়রা আমাকে মূর্তি পাওয়ার কথা জানালে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখেছি। দু-এক দিনের মধ্যে আমি আমার কাছে নিয়ে আসব।’

পরে প্রত্নত্বত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ