ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রনি ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেন তিনি। গতকাল সোমবার গ্রেপ্তারকৃত রনিকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে কসবা থানায় মামলা হয়েছে। শিশুটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।
কসবা থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুর দেড়টায় কসবা উপজেলায় রনি ইসলাম একটি মুরগির খামারে ওই শিশুটিকে ডেকে নেন। এরপর ধর্ষণ করেন রনি। এ সময় ওই শিশু চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। তখন রনি পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় শিশুকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির অভিভাবক ৯৯৯ ফোন করে পুলিশে খবর দেন। পুলিশ রনিকে গ্রেপ্তার করে। থানায় মামলা করেন শিশুর মা।