‘জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি এক সাথে’ এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, নড়াইলের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা প্রশাসক বলেন, জাতীয় সম্পদ বৃদ্ধির জন্য অনেক সময় ইঁদুর অন্তরায় হয়ে দাঁড়ায় তাই ইঁদুর থেকে বাঁচার জন্য আমদের সব রকমের পদক্ষেপ নিতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপপরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে জেলা মৎস্য কর্মকর্তা এইচএম বদরুজ্জামান, জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল বিশ্বাস, সরকারি কর্মকর্তা, জেলা ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এ অভিযানে জাতীয় সম্পদ বিভিন্ন খাদ্য শস্য উৎপাদনে ইঁদুর কীভাবে ক্ষতি করে, সে জন্য ইঁদুর নিধন কীভাবে করা যায় এবং ইঁদুর নিধনের প্রয়োজনীয়তার বিষয়ে বিভিন্ন প্রচারণা চালানো হবে।