কিশোরগঞ্জের কটিয়াদীতে নিজের মাথায় বহন করা কাঠের গুঁড়ি শরীরে পড়ে মো. বিল্লাল মিয়া (৫৫) নামে এক শ্রমিক মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত সোমবার রাত ২টার দিকে মারা যান তিনি। বিল্লাল মিয়া কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের বাসিন্দা।
মৃত বিল্লাল মিয়ার বড় ভাই মো. কফিল উদ্দিন জানান, বিল্লাল সোমবার সকালে চরকাউনিয়া গ্রামের রেনু মিয়ার ধান খেতে কাজ করতে যান। জমিতে কেটে রাখা ধান ছাড়ানোর জন্য একটি কাঠের গুঁড়ি মাথায় নিয়ে রাস্তা থেকে নিচু জমিতে নামার সময় পা পিছলে পড়ে যান। এ সময় তাঁর মাথার উপরে থাকা একটি মোটা কাঠের গুঁড়ি কপালের ওপর পড়ে।
এ ঘটনায় বিল্লাল গুরুতর আহত হলে তাঁকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।