হোম > ছাপা সংস্করণ

চাঁদপুরে আরও ৫৩ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে আরও ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৮৮টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ১৯ শতাংশ।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে গতকাল শনিবার এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত শুক্রবার এ সব নমুনা সংগ্রহ করা হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩ জন, হাজীগঞ্জের ১১ জন, ফরিদগঞ্জের ৪ জন, মতলব দক্ষিণের ১ জন, শাহরাস্তির ১২ জন, কচুয়ার ১০ জন ও হাইমচরের ১২ জন রয়েছেন।

একই দিনে ১৯৯ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬৩ জন, ফরিদগঞ্জের ৮ জন, হাজীগঞ্জের ২৩ জন, মতলব দক্ষিণের ২০ জন, কচুয়ার ১২ জন, হাইমচরের ২১ জন, মতলব উত্তরের ৩২ জন, শাহরাস্তির ২০ জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৯৬৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৩ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১১ হাজার ৯০২ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ৮৪০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৭৪ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।

এর আগের দিন শুক্রবার চাঁদপুর জেলায় আরও ১০০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৪৭৪টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ২১ দশমকি ৯ শতাংশ। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার এসব নমুনা সংগ্রহ করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ