নওগাঁর রাণীনগরে ওয়ান শুটার গানসহ শহিদুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার সকালে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের মিরাট গ্ৰাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদুল গোমস্তাপুর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্ৰামের রবু আলীর ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে উপজেলার মিরাট গ্রামে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি ওয়ান শুটার গান, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ডসহ শহিদুল নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
রাণীনগর থানার ডিউটি কর্মকর্তা এসআই মুক্তা আক্তার বলেন, শহিদুল ইসলামকে অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।