নেত্রকোনার আটপাড়ায় রিতা মণি নামে (১৪) এক স্কুলছাত্রী মারা গেছে। গত শনিবার দুপুরে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে সে মারা যায়।
জানা গেছে, রিতামনি আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক পান করে মেয়েটি মারা গেছে। নিহতের বাবা নজরুল ইসলাম বলেন, এমন কেন হল বুঝতে পারতেছি না। আমার মেয়েটির সামনে পরীক্ষা ছিল।
মদন স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাঈম হাসান রিয়াদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটি মারা গেছে।
আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, মেয়েটি হয়তো পরিবারের সঙ্গে অভিমান করে এমন ঘটনা ঘটিয়েছে।