হোম > ছাপা সংস্করণ

তিন্দুতে ৫৭৭টি অসহায় হতদরিদ্রের ঘরে সৌর বাতি জ্বলবে আজ

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের দুর্গম পাহাড়ে সৌরবিদ্যুতে আলোকিত হচ্ছে ৫৭৭টি হতদরিদ্র পরিবারের ঘর। এ জন্য বিনা মূল্যে প্রতিটি ঘরে ১২০ ওয়ার্ড ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল লাগানো হয়েছে।

আজ শুক্রবার এর উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। এ জন্য সরকারি সফরে আজ সকাল ১০টার দিকে পার্বত্য মন্ত্রী থানচি পৌঁছাবেন বলে জানিয়েছেন তাঁর একান্ত সহকারী সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরী।

এদিকে পার্বত্য মন্ত্রী আসার খবরে থানচিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সব ব্যবস্থা সম্পন্ন করে রেখেছেন উপজেলা প্রশাসন। তাঁর আগমনকে স্বাগত জানিয়ে ফেস্টুন, ব্যানার, গেটে ভরে গেছে বাস স্টেশন থেকে উপজেলা পরিষদ পর্যন্ত।

জানা গেছে, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পাওয়ার পর পঞ্চমবারের মতো থানচি সফর করছেন মন্ত্রী। ইতিমধ্যে উপজেলা অর্ধশত কোটি ব্যয়ের ১৯-২০টি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন তিনি।

‘গ্রাম হবে শহর’ ও ‘বিদ্যুৎ বিহীন থাকবে না, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণা’ বাস্তবায়নের দুর্গম গ্রামে সৌর বিদ্যুৎ পৌঁছাই দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (পাচউবো)। শুক্রবারের সফরে তিন্দু বাজার প্রাঙ্গণের ৫৭৭ হতদরিদ্র, অসহায় পরিবারে মধ্যে ১২০ ওয়ার্ড ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল তুলে দেবেন পার্বত্য মন্ত্রী। এ ছাড়া উপজেলার বলিপাড়া ইউনিয়নের বান্দরবান-থানচি সড়ক থেকে নাইন্দারীপাড়া পর্যন্ত অভ্যন্তরীণ সড়ক, উপজেলা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, সনাতন ধর্মাবলম্বীদের সর্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের নব নির্মিত ভবন উদ্বোধন করবেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ