হোম > ছাপা সংস্করণ

শতবর্ষী আমগাছ ঘিরে বিদ্যালয়

বাবুল আক্তার, পাইকগাছা

পাইকগাছার সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত বছরের ঐতিহ্যবাহী আম গাছ। এ গাছটিকে ঘিরে জড়িয়ে রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ ও মন্দির। গাছটিকে ঘিরে সরকারি সহায়তায় কোমলমতি শিক্ষার্থীদের বিনোদনের স্থান করার দাবি ইউনিয়নবাসীর।

পাইকগাছার উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে প্রধান সড়কের পাশেই অবস্থিত সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়। ১৯২৩ সালে তৎকালীন স্থানীয় বৈদ্যনাথ ঘোষের বাবা-মার নামে এ বিদ্যালয়ের নাম রাখা হয়। বিদ্যালয় চত্বরে এ গাছটি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এ প্রতিষ্ঠানটি সঙ্গে।

স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীরা ক্লাস শেষে মুক্ত বাতাসে এর তলায় বসে গল্প করে। বয়সের ভারে নুয়ে পড়া ডালগুলিতে বসে ছাত্র-ছাত্রীরা দোল খায়। আমের মৌসুমে তাদের মাঝে বিলিয়ে দেওয়া হয় পাকা আম। এ গাছটির তলায় শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত বাইসাইকেল রাখা হয়।

কালের সাক্ষী এ আমগাছের পাশের এ ভোলানাথ সুখদা সুন্দরী বিদ্যালয়ের বয়স ৯৮ বছর। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে অবকাঠামো ছিল বাঁশ চটার তৈরি। সরকার একের পর এক পরিবর্তন হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে লাগেনি উন্নয়নের ছোঁয়া। বর্তমানে প্রয়াত সাংসদ নুরুল হকের সহায়তায় কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ২টি ভবন। এ প্রতিষ্ঠানে প্রায় ৮শ ছাত্র-ছাত্রী রয়েছে।

গাছটির পাশেই রয়েছে হিন্দু সম্প্রদায়ের বেদ মন্দির। এখানে প্রতি বছর বৈশাখী মেলাসহ চড়ক পূজা হয়ে থাকে। গদাইপুর নবনির্বাচিত চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম বলেন, আমার ইউনিয়নকে গড়ার জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে। শতবর্ষী গাছটি ঘিরে একটি পার্ক করার চিন্তা ভাবনা আমার রয়েছে। উপজেলার সর্ববৃহৎ ফুটবল খেলার মাঠ এ গাছটির পাশে। সব মিলিয়ে গাছটির সঙ্গে মিলে-মিশে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ ও মন্দির।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ