খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার সৈয়দ আলী হোসেন রোডের ৬৫ নম্বর বাড়ি থেকে ভিসা জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গত শুক্রবার এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার দু’জন হলেন-সোহেল এন্টারপ্রাইজের মালিক লবণচরা মোল্লাপাড়ার মুক্ত কমিশনার কালবোর্ড এলাকার হাফিজ শিকদারের ছেলে মো. রাসেল (২১) এবং শেখপাড়া গোবরচাকা হাজী বাড়ি লেনের মো. ফজলু মোল্লার ছেলে মো. হাসান মোল্লা (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে একটি পুরোনো ল্যাপটপ, দুইটি প্রিন্টার, একটি কিবোর্ড, একটি মাউস, একটি স্ক্যানার, একটি ল্যাপটপের পাওয়ার ক্যাবল, একটি সিপিইউ, দু’টি জাল ব্যাংক স্টেটমেন্টসহ অন্যান্য জাল সনদ ১০ টি, বিভিন্ন জাল সিল ১৫৪টি, দু’টি সিলপ্যাড, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করে র্যাব।