হোম > ছাপা সংস্করণ

চলাচলের পথ বন্ধ করায় সংঘর্ষ, আহত ১০

আমতলী (বরগুনা) প্রতিনিধি

চলাচলের পথ বন্ধের প্রতিবাদ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৬ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২০০৮ সালে উপজেলার পূর্ব চিলা গ্রামের জসিম প্যাদা ১ একর জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেয়। ওই জমি তাঁর চাচাতো ভাই ফোরকান প্যাদার বাড়ির সামনে। ফোরকান প্যাদা দাবি করেন, তাঁর চলাচলের পথ জসিম প্যাদা বন্ধ করে দিয়েছেন। সোমবার সকালে চলাচলের পথ বন্ধ করার বিষয়ে তাঁর ছেলে জাহিদুল প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে জসিম প্যাদার ছেলে সোহেল প্যাদা জাহিদুলকে বেধড়ক মারধর করে। ছেলেকে রক্ষায় তাঁর মা বিউটি বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে জখম করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত সোহেল প্যাদা, জসিম প্যাদা, ফোরকান প্যাদা, জাহিদুল প্যাদা, বিউটি ও পিয়ারাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ফোরকান প্যাদা অভিযোগ করে বলেন, ‘আমার চলাচলের পথ জসিম প্যাদা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে প্রতিবাদ করায় আমার ছেলে জাহিদুল ও স্ত্রী বিউটি বেগমকে পিটিয়ে জখম করা হয়। আমি এ ঘটনার বিচার চাই।’

জসিম প্যাদা মারধরের কথা স্বীকার করে বলেন, ‘চলাচলের পথ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটেছে।’

আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ