হোম > ছাপা সংস্করণ

ব্যবসা প্রতিষ্ঠানে কিশোর গ্যাংয়ের হামলা, গ্রেপ্তার ১

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়ায় সেলিম চৌকিদার নামের এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে কিশোর গ্যাংয়ের হামলা ও ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার শুভ শীলকে আদালতে সোপর্দ করা হয়।

এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ব্যবসায়ী সেলিম বাদী হয়ে নামে ১০ জন ও অজ্ঞাতনামা ২০–৩০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া পৌর এলাকার ওয়াপদা রোডে সেলিম চৌকিদারের কনফেকশনারির দোকানে ২০–৩০ জনের একটি কিশোর গ্যাং চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে সেলিম চৌকিদারের ছেলে রুবেল চৌকিদার গুরুতর জখম হয়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে শুভ শীল (২১) নামে একজনকে আটক করে থানা-পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইটি চাইনিজ কুড়ালসহ শুভ শীলকে আটক করে।

ব্যবসায়ী সেলিম চৌকিদার বলেন, ‘গত সোমবার রাতে এ কিশোর গ্যাংটি আমার বাসা এলাকায় পিকনিক করে। এ সময় কে বা কারা ৯৯৯–এ কল করে থানা-পুলিশকে খবর দেয়। এতে তারা আমাকে সন্দেহ করে। পরে গত মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।’

স্থানীয় বাসিন্দা কালাম চৌকিদার জানান, কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন করে আসছে। এ ছাড়া তারা স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীদের ইভটিজিং করে থাকে। কিন্তু মান–সম্মানের ভয়ে কেউ এদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল জানান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় শুভ শীল নামের একজনকে গ্রেপ্তার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ