গতকাল মধ্যরাতে পর্দা নামল বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের। সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজকসহ সিনেমাসংশ্লিষ্টদের অংশগ্রহণে এবারের উৎসব ছিল জমজমাট। গতকাল যখন এ প্রতিবেদন লেখা হচ্ছিল, তখনো চলছে চুলচেরা বিশ্লেষণ—কার হাতে উঠবে উৎসবের সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপাম।
লালগালিচায় আনুশকা
কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় শুভ সূচনা হলো বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। উৎসবের শেষবেলায়, মানে শেষের আগে দিন কানের লালগালিচায় হাঁটলেন তিনি। এদিন আনুশকা পরেছিলেন রিচার্ড কুইন ফল ২০২৩ কালেকশনের পোশাক। ক্রিম রঙের অফ শোল্ডার গাউন, উঁচু করে বাঁধা চুল, কানে স্টাড দুল—সব মিলিয়ে মোহময়ী আনুশকার লুক নজর কেড়েছে সবার। লালগালিচা পর্ব শেষ করে তিনি অংশ নেন দুবার স্বর্ণপাম বিজয়ী নির্মাতা কেন লোচের নতুন সিনেমা ‘দ্য ওল্ড ওক’-এর প্রিমিয়ারে।
শুক্রবার ঘোষণা করা হয় কান উৎসবের অন্যতম সেরা বিভাগ আ সার্তে রিগার ফলাফল। এবার ২০টি চলচ্চিত্রের মধ্যে প্রথম পুরস্কার জিতেছে যুক্তরাজ্যের নারী নির্মাতা মলি ম্যানিং ওয়াকারের প্রথম সিনেমা ‘হাউ টু হ্যাভ সেক্স’। এর বাইরে নিউ ভয়েস প্রাইজ পেয়েছে বালোজি নির্মিত ‘অমেন’, অনসাম্বল প্রাইজ পেয়েছে জোয়াও সালাভিৎসা ও রেনে নাদের মেসোরা নির্মিত ‘দ্য বুরিটি ফ্লাওয়ার’, ফ্রিডম প্রাইজ পেয়েছে মোহাম্মদ কোর্দোফানির ‘গুডবাই জুলিয়া’, সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন ‘দ্য মাদার অব অল লাইস’ প্রামাণ্যচিত্রের জন্য আসমা এল মুদির এবং জুরি পুরস্কার পেয়েছে কামাল লাজরাক পরিচালিত ‘হাউন্ডস’।