ঢাকাস্থ নাটোর জেলা সমিতির ২০২১-২২ অর্থবছরের কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের ভোটে নিউজিল্যান্ড ডেইরির সিইও সামসুল আলম মল্লিক সভাপতি ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) এ জেড এম নাফিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) হলরুমে গত শুক্রবার বিকেলে নির্বাচনের মাধ্যমে ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটিতে কল্লোল ফাউন্ডেশনের সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি সহসভাপতি ও ভোরের কাগজের সাব-এডিটর রেজাউল করিম শামীম কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি ও শহিদুল ইসলাম বকুল এমপিকে নাটোর জেলা সমিতি, ঢাকার আজীবন সদস্য করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির বিদায়ী কমিটির সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান। বিদায়ী কমিটির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ ২০১৬-২০২০ অর্থবছরের আর্থিক সমীক্ষা এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মোল্লা তাঁর বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে ঢাকাস্থ নাটোরের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।