সিলেটে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের প্রধান কে. এম. এ. শফিক জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফাইজারের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
টিকা নিতে শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের মূল কপি ও ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্ট আয়োজিত টিকাদান কার্যক্রমের সূচনায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মেজর (অব.) মো শাহ আলম, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান কে. এম. এ. শফিক, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ফজলে এলাহি মামুন, সহকারী প্রক্টর মানফাত জাবিন হক, পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শিবলী খান, প্রভাষক ডা. সাবরিনা ফরিদা চৌধুরী, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর হোসাইন প্রমুখ।