হোম > ছাপা সংস্করণ

ঘরে উঠছে নতুন ধান কমছে চালের দাম

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের ঘরে উঠতে শুরু করেছে চলতি বোরো মৌসুমের নতুন ধান। আর এর প্রভাব পড়েছে উপজেলার সব হাটবাজারে। নতুন ধান আসায় খুচরা ও পাইকারি বাজারে চালের দাম কমে আসতে শুরু করেছে।

বর্তমানে চালের দাম প্রতি কেজিতে ৫ টাকার মতো কমে এসেছে। চালের এই নিম্নমুখী দামে খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। এ ছাড়া কৃষকেরাও নতুন কাঁচা ও ভেজা ধানের ভালো দাম পাচ্ছেন।

কৃষি অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ২২ হাজার ৩৬৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের চাষ হয়েছে। বর্তমানে ধান কাটার ভরা মৌসুম চলছে।

উপজেলার নওগাঁ, গুল্টা, বিনসাড়া, বোয়ালিয়া, উলিপুরসহ প্রায় ১২টি স্থানে কৃষকেরা নতুন ধান বিক্রি শুরু করেছেন। জাত ভেদে প্রতি মণ ধান ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

নতুন ধানের প্রভাবে বাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৪৪ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই সপ্তাহ আগে ছিল ৪৭ টাকা। এ ছাড়া স্বর্ণা ৪৬ টাকার জায়গায় ৪২, ব্রি-৪৯ চাল ৪৭ টাকার জায়গায় ৪২, কাটারিভোগ ৬৫ টাকার বদলে ৬০ ও ব্রি-২৯ চাল ৪৮ টাকার জায়গায় ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। 
উপজেলার রানীর হাটের চাল ব্যবসায়ী মো. আফছার আলী বলেন, নতুন বোরো ধান কৃষকের ঘরে ও হাটবাজারে ওঠা শুরু করায় গত দুই সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চালের দাম প্রকার ভেদে ৫ থেকে ৬ টাকা কমে এসেছে।

ইটভাটায় কাজ করা শ্রমিক রজব আলী, গোবিন্দ কুমার, সুরেশ মাহাতোসহ অনেকে জানান, চালের দাম কমে আসায় খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নার লুনা বলেন, এলাকায় নতুন বোরো ধান কাটা শুরু হয়েছে। এ কারণে চালের মূল্য সহনীয় পর্যায় আসছে। এ অঞ্চলের চাতালগুলোতে চাল উৎপাদন বৃদ্ধি পেলে দাম আরও কমে যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ