ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের আওতাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নির্ধারিত স্থানে নামফলক স্থাপন করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান, প্রকল্পের সহকারী প্রকৌশলী মিনহাজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।