হোম > ছাপা সংস্করণ

ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য কমপ্লেক্সই চলছে চিকিৎসাসেবা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কয়েক দিনের টানা বর্ষণ ও ভারত থেকে ধেয়ে আসা পানিতে প্লাবিত হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামের ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা। ডুবেছে উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার একমাত্র ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর মধ্যেও চিকিৎসাসেবা চালু রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে।

গত সোমবার ও মঙ্গলবার রাতের বৃষ্টিতে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পানি প্রবেশ করে। এদিকে বুধবার রাতের বৃষ্টি ও ভারত থেকে ধেয়ে আসা পানি উঠে পড়ে স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় পানি বাড়তে থাকে। রাত যতই গভীর হচ্ছিল, পানি ততই বেড়ে চলছিল। এক পর্যায়ে পানি নিচতলার প্রায় ছাদ পর্যন্ত উঠে পড়ে। এতে হাসপাতালের দোতলায় থাকা রোগী এবং স্টাফদের মধ্যে আতঙ্ক বেড়ে যায়।  
এদিকে গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, হাসপাতাল চত্বর থেকে পানি নেমে গেছে। ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় থাকা নতুন এক্স-রে মেশিন, ইপিআই টিকাদান স্টোররুম, হাসপাতালের নিজস্ব সার্ভার, ওষুধের স্টোর রুম ও ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। 

তারপরও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন হাসপাতালটির একদল চিকিৎসক। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘গত সপ্তাহের সোমবার থেকে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে পানি প্রবেশ করলেও বুধবার রাতের প্রবল বর্ষণে হাসপাতালটির নিচতলার প্রায় ছাদ পর্যন্ত ডুবে যায়। এতে হাসপাতালের ওষুধ, বিভিন্ন মেশিনসহ সব মালপত্র নষ্ট হয়ে যায়। বর্তমানে আমরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ