হোম > ছাপা সংস্করণ

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ গুলিতে নিহত

উখিয়া ও কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গাদের আলোচিত সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১-এ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল এশার নামাজের পর রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ব্লক ডি-৮-এ নিজ অফিসে অবস্থান করছিলেন মুহিবুল্লাহ। এ সময় অজ্ঞাতনামা এক বন্দুকধারী তাঁকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় রোহিঙ্গারা মুহিবুল্লাহকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

বিংশ শতকের গোড়ার দিকে ১৫ জন সদস্য নিয়ে গড়ে তোলা হয় ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ বা এআরএসপিএইচ। স্থানীয় বাংলাদেশি মানবাধিকার কর্মীদের সঙ্গেও এআরএসপিএইচ সখ্য গড়ে তোলে। ধীরে ধীরে সংগঠনটির প্রধান পাঁচ রোহিঙ্গা নেতার মধ্যে একজন হয়ে ওঠেন মুহিবুল্লাহ। ১৯৯২ সালে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসেন তিনি।

পেশায় শিক্ষক মুহিবুল্লাহ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। ২০১৯-এর ২৫ আগস্ট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের নিয়ে সমাবেশ করে আলোচনায় আসেন মুহিবুল্লাহ। রোহিঙ্গাদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ায় আন্তর্জাতিক মহলেও বেশ পরিচিতি পান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ