লঞ্চসহ সব গণপরিবহনে অর্ধেক ভাড়া আদায়সহ ৬ দফা দাবি পূরণ না হওয়ায় বরিশালে আমরণ অনশন করেছিল শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনশন করার পর জেলা প্রশাসকের আশ্বাসে অনশন শেষ করা হয়। এর আগে জেলা প্রশাসক জসীম হায়দারের কাছে স্মারকলিপি পেশ করে শিক্ষার্থীরা।
আন্দোলনকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলিসা মুনতাজ বলেন, বরিশালের নৌযান-বাসসহ সব গণপরিবহনে অর্ধেক ভাড়া আদায় নিশ্চিত করতে হবে। নৌবন্দরে প্রবেশে ঘাট টিকিট মওকুফের পাশাপাশি নিরাপদ সড়ক ব্যবস্থা চাই। বাস-লঞ্চের পাশাপাশি নগরীর থ্রিহুইলার চালকেরা শিক্ষার্থীদের কাছ থেকে শতভাগ ভাড়া আদায় করছেন।
অনশনে আরও উপস্থিত ছিলেন বিএম কলেজের শিক্ষার্থী রাহুল দাশ, শাকিবুল ইসলাম শাকিব প্রমুখ।
উল্লেখ্য, একই দাবিতে গত রোববার সকালে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। ওই অবরোধ থেকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েও দাবি পূরণ না হওয়ায় ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা বলেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও বিআইডব্লিউটিএ-এর কার্যালয়ে আমরণ অনশনে অংশ নেবেন।