দুর্বৃত্তদের হামলার শিকার যশোরের ধর্মতলা এলাকার রংমিস্ত্রি আবুল কালাম (৪২) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আবুল কালাম শহরতলির ধর্মতলা এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।
ছেলে শফিকুল ইসলাম জানান, ধর্মতলা এলাকার নাজু নামের এক ব্যক্তির সঙ্গে আবুল কালামের বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৮ সেপ্টেম্বর দুর্বৃত্তরা আবুল কালামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। তখন থেকেই তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ কালামকে ছাড়পত্র দেন। কিন্তু বাসায় নিয়ে যাওয়ার কিছু সময় পর থেকেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার সকালে পুনরায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর সদর হাসপাতালের চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।