আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘সমলয়’ পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। ‘কৃষিই সমৃদ্ধি’—এই স্লোগানে উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে সমলয়ে চাষাবাদ বাস্তবায়ন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি গ্রামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মজিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ইউপি সদস্য জাহিদ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহনাজ আক্তার।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তিলোয়াত করেন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন। সমলয়ে চাষাবাদ বাস্তবায়ন প্রকল্পের আওতায় আমুয়াকান্দি গ্রামের ১১০ জন কৃষকের ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার-এর মাধ্যমে বাস্তবায়ন করা হবে।