ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’ জনপ্রিয় হওয়ায় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ হাত দিয়েছেন এর নতুন সিজন ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ নির্মাণে। নতুন ধারাবাহিকটির জন্য গান গাইলেন কণ্ঠশিল্পী ন্যান্সি। ‘কখনো আলো কখনো আঁধার’ শিরোনামের গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। গত ২৯ নভেম্বর রাতে ঢাকার নিকেতনে ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
২০১১ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘চাঁদের নিজের কোনো আলো নেই’ ধারাবাহিকের জন্য গেয়েছিলেন ন্যান্সি। নতুন গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘অনেক বছর পর রাজের ধারাবাহিকে গাইলাম। এর কথা ও সুর আমার ভালো লেগেছে। গানটি গেয়ে আমি সন্তুষ্ট।’
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘ধারাবাহিক “ফ্যামিলি ক্রাইসিস” নিয়ে দর্শকের সাড়ায় আমি অভিভূত। তাই নতুন সিজন শুরু করলাম। আগের সিজনে কোনো টাইটেল সং ছিল না। এবারের গল্পের প্লট অনুযায়ী একটি গান প্রয়োজন। সুর রচনার পরপরই মনে হয়েছে, এতে ন্যান্সির কণ্ঠই জুতসই লাগবে। নতুন গানটি দারুণ গেয়েছেন তিনি। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে প্রকাশ করা হবে গানটির লিরিক্যাল ভিডিও।’
রাজ জানিয়েছেন, ৯ ডিসেম্বর থেকে ঢাকার উত্তরায় ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ ধারাবাহিকের শুটিং শুরু হবে। একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। পাশাপাশি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলেও থাকবে প্রতিটি পর্ব।