গাজীপুর সদর উপজেলার একটি তুলার গুদামে আগুন লেগে তুলা ও গুদামটি পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মনিপুর এলাকার ইউটা স্পিনিং মিলের গুদামে এ আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, আগুনের শিখা দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তাশারফ হোসেন বলেন, আগুনে টিনশেডের তৈরি গুদাম ও গুদামে রক্ষিত তুলা পুড়ে গেছে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।