পটুয়াখালীর বাউফল উপজেলার গোলাবাড়ি-নুরাইনপুর খালের ওপর নির্মিত সেতুটি প্রায় চার মাস ধরে ভেঙে পড়ে আছে। সেতুটি নির্মাণ না করায় তিন গ্রামের হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছেন। অনেকেই ঝুঁকি নিয়েই সেতুর ওপর দিয়ে চলাচল করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় পাঁচ বছর আগে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর-তাতেরকাঠী গ্রামের গোলাবাড়ি-নুরাইনপুর খালের ওপর সেতুটি নির্মাণ করে। চার মাস আগে সেতুটি ভেঙে পড়ে। এরপর আর নির্মাণ করা হয়নি।
সরেজমিনে দেখা গেছে, গোলাবাড়ি ও নুরাইনপুর খালের ওপর নাসির হাওলাদারের বাড়ির সামনের সেতুটি মাঝখান দিয়ে ভেঙে পড়ে আছে। সেতুটির অধিকাংশ স্ল্যাবে ফাটল রয়েছে। অনেক স্ল্যাব ভেঙে খালের মধ্যে পড়ে গেছে। স্ল্যাবের জায়গায় গাছের টুকরা দেওয়া হয়েছে। দুই ব্যক্তি ঝুঁকিপূর্ণ ওই সেতু দিয়ে পারাপার করছেন।
মো. মজিবর নামে এক ব্যক্তি বলেন, গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝি সেতুটি ভেঙে পড়ে। এরপরে আর মেরামত কিংবা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে উপজেলার সূর্য্যমনি, রামনগর ও তাতেরকাঠী এই তিন গ্রামের মানুষের যাতায়াতে সীমাহীন ভোগান্তি হচ্ছে।
আনিচুর রহমান হাওলাদার নামে আরেকজন বলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের উদ্যোগে সেতুটি নির্মিত হয়। কিন্তু মাদকাসক্ত একটি চক্র সেতুটির নিচের অংশের লোহার অ্যাঙ্গেল নিয়ে যাওয়ায় সেতুটি ভারসাম্য হারিয়ে ভেঙে পড়েছে।
নাসির উদ্দিন হাওলাদার বলেন, সেতু ভেঙে পড়ে থাকায় শুধু যাতায়াতেই কষ্ট হচ্ছে তা নয়, খাল দিয়ে কোনো নৌকা কিংবা ট্রলার চলাচল করতে পারে না। তিনি দ্রুত সেতুটি মেরামত কিংবা নতুন সেতু নির্মাণের দাবি জানান।
উপজেলা প্রকৌশলী মো. সুলতান হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। সরেজমিনে পরিদর্শন করে খুব কম সময়ের মধ্যে মানুষের দুর্ভোগ লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।