হোম > ছাপা সংস্করণ

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মামলা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম নামের এক যুবকের নামে মামলা দায়ের করা হয়েছে। ২ নভেম্বর ছাত্রীর বাবা বোদা থানায় এ মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর বিকেলে একটি মাঠে সহপাঠীদের সঙ্গে খেলা করে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। এ সময় পেছন থেকে মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করেন শরিফুল। স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে শরিফুল সেখান থেকে পালিয়ে যান।

ওই ঘটনার পরে ভুক্তভোগীকে বোদা থানায় আনা হলে পুলিশের নির্দেশে ভিকটিমের প্রয়োজনীয় আলামত ও জবানবন্দি গ্রহণ শেষে ২ নভেম্বর ছাত্রীর বাবা বাদী হয়ে বোদা থানায় ধর্ষণ মামলা করেন। এ ঘটনার পরে শরিফুল পলাতক রয়েছেন।

ছাত্রীর পরিবারের লোকজন জানান, বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় কয়েক ব্যক্তি প্রতিনিয়ত চেষ্টা করছেন। মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষের লোকজন বিভিন্ন হুমকি দিচ্ছেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘মামলাটি তদন্তাধীন। ঘটনার পরে আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ