পঞ্চগড়ের বোদা উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম নামের এক যুবকের নামে মামলা দায়ের করা হয়েছে। ২ নভেম্বর ছাত্রীর বাবা বোদা থানায় এ মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর বিকেলে একটি মাঠে সহপাঠীদের সঙ্গে খেলা করে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। এ সময় পেছন থেকে মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করেন শরিফুল। স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে শরিফুল সেখান থেকে পালিয়ে যান।
ওই ঘটনার পরে ভুক্তভোগীকে বোদা থানায় আনা হলে পুলিশের নির্দেশে ভিকটিমের প্রয়োজনীয় আলামত ও জবানবন্দি গ্রহণ শেষে ২ নভেম্বর ছাত্রীর বাবা বাদী হয়ে বোদা থানায় ধর্ষণ মামলা করেন। এ ঘটনার পরে শরিফুল পলাতক রয়েছেন।
ছাত্রীর পরিবারের লোকজন জানান, বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় কয়েক ব্যক্তি প্রতিনিয়ত চেষ্টা করছেন। মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষের লোকজন বিভিন্ন হুমকি দিচ্ছেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘মামলাটি তদন্তাধীন। ঘটনার পরে আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’