একই রিয়েলিটি শো থেকে পরিচিতি পেয়েছেন ইমরান ও কোনাল। একসঙ্গে অনেক সিনেমায় গান গেয়েছেন। দুজনেই পেয়েছেন জাতীয় পুরস্কার। এক যুগের ক্যারিয়ারে ইমরান-কোনাল এই প্রথম কাজ করলেন মিউজিক ভিডিওতে।
নতুন গান ‘মনময়ূরী’র ভিডিওতে হাজির হয়েছেন তাঁরা। মানজু মান আরার লেখায় গানটির সুর ও সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল। ভিডিও বানিয়েছেন সৈকত রেজা। ৫ ফেব্রুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।