হোম > ছাপা সংস্করণ

কাল শিক্ষার্থীদেরসংহতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়ার দাবিতে চলমান আন্দোলনে গতকাল বৃহস্পতিবার সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন শিক্ষার্থীরা। তবে এ আন্দোলন শুধু তাঁদের নয় জানিয়ে আগামীকাল শনিবার ছাত্র-শিক্ষক, অভিভাবক ও শ্রমিক-জনতাসহ সর্বস্তরের মানুষের সংহতি সমাবেশের ডাক দিয়েছেন তাঁরা। বেলা ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজে এ সমাবেশ হবে।

গতকাল বেলা সাড়ে ৩টার দিকে খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও গভর্নমেন্ট কলেজ, বনশ্রী মডেল কলেজ, মিরপুর বাঙলা কলেজ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রামপুরা সিটি আইডিয়ালসহ আশপাশের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রামপুরা পুলিশ বক্সের উল্টোপাশে জড়ো হন। বিকেল ৪টার দিকে স্লোগান দিতে দিতে তাঁরা ব্রিজের ওপরে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ১১ দফা দাবিতে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

শিক্ষার্থীরা জানান, ১১ দফা দাবির লিফলেটসহ আন্দোলনের ব্যয়ভার বহনে হিমশিম খাচ্ছেন তাঁরা। আন্দোলনে সহযোগিতা করে পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান।

খিলগাঁও মডেল কলেজের ছাত্রী সোহাগী সামিয়া বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে আমরা আজকে জনসাধারণের কাছে লিফলেট বিতরণ করেছি। ১১ দফা দাবি নিয়ে জনগণের কাছে গিয়েছি। তাঁদের কাছে দাবিগুলো তুলে ধরেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, সড়ক আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয়, সর্বস্তরের মানুষের আন্দোলন। এ আন্দোলনে আমরা জনসাধারণের সমর্থন চাই।

পরে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত রাস্তায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ ছাড়া আন্দোলনের জন্য টাকা সংগ্রহ করেন তাঁরা।

১৯ ডিসেম্বর গণভবনে স্মারকলিপি

এ ছাড়া গণপরিবহনে অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে ১৯ ডিসেম্বর দুপুরে নীলক্ষেত মোড় থেকে মিছিল নিয়ে গণভবনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

গতকাল সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নীলক্ষেত থেকে গণভবন অভিমুখে স্মারকলিপি দেওয়ার জন্য মিছিল নিয়ে রওনা হলে নীলক্ষেত মোড়ে বাধা দেয় পুলিশ।

পুলিশি বাধায় বেশ কিছুক্ষণ বাগ্‌বিতণ্ডার পর রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। পুলিশের অনুরোধে ১৯ ডিসেম্বর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ