হোম > ছাপা সংস্করণ

আহত যুবলীগ কর্মীর মৃত্যু

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় রাজনৈতিক শত্রুতার জেরে সন্ত্রাসীদের হামলায় জখম হওয়ার ১৪ দিন পর স্বপন নামের এক যুবলীগ কর্মী মার গেছেন। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বপন উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভেতর থেকে ১০–১৫ জনের একটি দল রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে স্বপন ও রাব্বিকে কুপিয়ে জখম করে। পরবর্তী সময়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে স্বপনকে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মারা যান স্বপন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আমি তার মৃত্যুর সংবাদ শুনেছি। স্বপন ও রাব্বির ওপর হামলার ঘটনায় শৈলকুপা থানায় ২০২১ সালের ১৮ ডিসেম্বর হত্যাচেষ্টার মামলা হয়। অপরাধী যেই হোন না কেন ছাড় পাবেন না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ