খাগড়াছড়ির গুইমারায় ট্রাক, অটোরিকশা ও ট্যাক্সির ত্রিমুখী সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। এ সময় খাদে পড়ে সিএনজি চালিত অটোরিকশায় ধরে গেলে চালক ও তাঁর ভাই গুরুতর আহত হন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের লুন্দুক্যাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে জানা গেছে, ঢাকা থেকে খাগড়াছড়িগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মাইক্রো বাসকে ধাক্কা দেয়। এ সময় খাগড়াছড়ি থেকে গুইমারাগামী অটোরিকশাসহ মাইক্রো বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়।
খাদে পড়ে অটোরিকশায় আগুন ধরে যায়। এতে অটোরিকশাচালক মো. রিয়াজ হোসেন (৩৫) ও সঙ্গে থাকা তাঁর ভাই মো. রেজওয়ান হোসেন গুরুতর আহত হন। আহতেরা পার্শ্ববর্তী মানিকছড়ি উপজেলার একসত্তা পাড়ার হাবিবুর রহমানের ছেলে।
এদিকে পুলিশসহ অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।
গুইমারা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে গুইমারা থানায় আনা হয়েছে।