হোম > ছাপা সংস্করণ

এবার তুরাগ নদে মরা ডলফিন

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারের তুরাগ নদে মাছ ধরতে গিয়ে তিন মণ ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করেছেন জেলেরা। মাছ ধরার সময় নদে ডলফিনটি ভাসতে দেখে তীরে আনেন তাঁরা। গত রোববার সন্ধ্যায় তাঁরা ডলফিনটি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে আশুলিয়া বাজার সংলগ্ন নদীর ঘাটে মাছ ধরতে যান কয়েকজন জেলে। এ সময় ওই ডলফিনটি তাঁদের চোখে পড়ে। এরপর তাঁরা ডলফিনটি তীরে আনার চেষ্টা করেন। অবশেষে সন্ধ্যায় ডলফিনটিকে তাঁরা তীরে আনতে সক্ষম হন।

ডলফিন উদ্ধার করা জেলেদের অন্যতম শ্রী পরিতোষ চন্দ্র বলেন, ‘আমরা বিকেলে তুরাগ নদে মাছ ধরতে যাই। প্রতিদিনের মতো আমরা মাছ ধরছিলাম। সামনে বড় একটি কালো বস্তু ভেসে থাকতে দেখি। পরে কাছাকাছি গিয়ে দেখি একটি ডলফিন মরে ভেসে উঠেছে। সন্ধ্যায় জাল দিয়ে ডলফিনটি আমরা তীরে তুলে আনি। এ সময় উৎসুক জনতা ভিড় করেন।’

সাভার উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম সরকার বলেন, যে ডলফিনটি উদ্ধার করা হয়েছে সেটি গ্যাংগিজ জাতীয় ডলফিন। একে গাঙ্গেয় শুশুকও বলা হয়। গত এক যুগে এদের দেখা মেলেনি।

কামরুল ইসলাম সরকার বলেন, ডলফিনটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট। এটি উদ্ধারের কয়েক ঘণ্টা আগে মরে ভেসে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ এখনো সুস্পষ্ট নয়। তবে এর কারণ উদ্‌ঘাটনের জন্য প্রাণী গবেষকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাঁরা গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ