হোম > ছাপা সংস্করণ

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

রাজশাহী প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সদস্যদের গতকাল সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে রাজশাহী কলেজ প্রশাসনের উদ্যোগে পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া কলেজের ১২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী কলেজ মিলনায়তনে এই সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এদিকে, বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এলাকার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে রাজশাহীর মুন্ডুমালা পৌরসভা। গতকাল বুধবার বেলা ১১টায় পৌরসভার হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সাইদুর রহমান।

অনুষ্ঠানে পৌর এলাকার ২৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়। পৌর মেয়র তাঁদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও চাদর উপহার দেন।

পৌর সচিব আবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলী, বেনজীন আহম্মেদ, পৌর কাউন্সিলর নাহিদ হাসান, মোহাম্মদ হোসেন মন্টু, আতাউর রহমান প্রমুখ।

পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সম্মাননা জানানে রাজশাহী জেলা পুলিশ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

গতকাল বুধবার বেলা ১১টায় জেলা পুলিশ লাইনসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) টি এম মোজাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাদুল হক মাস্টার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ