কক্সবাজারের মহেশখালীতে দেশীয় তৈরি অস্ত্রসহ রুহুল কাদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিসপাড়া পাহাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শফি আলম ওরফে টোনাইয়া (৩৫) ফকিরজুমপাড়ার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই।
অভিযানে নেতৃত্বদানকারী মহেশখালী-কুতুবদিয়ার সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কালারমারছড়ার ফকিরজুমপাড়ার ভান্ডারজিরি নামক পাহাড়ে অভিযান চালিয়ে রুহুল কাদের হত্যায় জড়িত থাকার অভিযোগে টোনাইয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র, গুলি ও ধারালো কিরিচ জব্দ করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বলেন, টোনাইয়ার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১১ অক্টোবর রাতে মহেশখালী উপজেলার বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদের সভাপতি রুহুল কাদেরকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।