হোমনা উপজেলায় মোসা. ইয়াছমিন আক্তার (২২) নামে এক গৃহবধূ সন্তান প্রসবের এক ঘণ্টা পর মারা গেছেন। গত বুধবার রাতে এই ঘটনা ঘটে। তিনি উপজেলা ছাত্রদল সভাপতি মো. সাইজুদ্দিন সাজুর স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, গত বুধবার মোসা. ইয়াছমিন আক্তারের প্রসব ব্যথা উঠলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি ছেলে সন্তানের জন্ম দেন। এরপর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার পূর্ব শ্রীমদ্দি ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে চরের গাঁ কবরস্থানে দাফন করা হয়েছে।