হোম > ছাপা সংস্করণ

এক ইউপিতে জমা ১০১ মনোনয়নপত্র

বটিয়াঘাটা প্রতিনিধি

চতুর্থ ধাপের নির্বাচনে খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ করা হবে আগামী ২৬ ডিসেম্বর। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন নয়জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১০১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বটিয়াঘাটার ১ নম্বর জলমা ইউনিয়নে নয়জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৭৯ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী ১৩ জন।

জানা যায়, জলমা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন নয়জন। এরা হলেন-স্বতন্ত্র প্রার্থী পদে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, অ্যাডভোকেট প্রসেনজিৎ দত্ত, আওয়ামী লীগ নেতা নারায়ণ রায়, ব্যবসায়ী বিদার শিকদার, জাতীয় পার্টির মো. মিজানুর রহমান এলাহী, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. শফিউল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিধান রায়।

জলমা ইউনিয়নে মোট ভোটার ৫০ হাজার ১৭৯ জন। এর মধ্যে ২৪ হাজার ৬৯৯ জন পুরুষ ও ২৫ হাজার ৪৮০ জন নারী ভোটার। জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানগত দিক থেকে এ ইউনিয়ন অনেক বড়।

এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ভোটার এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচনী আমেজ বইতে শুরু করছে। আগামী ২৬ ডিসেম্বরের ভোটে কে হতে যাচ্ছেন এই ইউপির চেয়ারম্যান, সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় স্থানীয়রা।

এ ইউপি নির্বাচনে এবারও মোট কেন্দ্রের সংখ্যা ১৮টি। এর মধ্যে লবণচরা থানা পুলিশের আওতাধীন এলাকার মধ্যে পড়েছে ১১টি কেন্দ্র। বটিয়াঘাটা থানা পুলিশের আওতাধীন এলাকার মধ্যে পড়েছে ৬টি কেন্দ্র।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ